তোমার চোখের দৃষ্টি পাপে মেনে নেয়া কঠিন,
আমার কর্ম মঙ্গল কল্যান সুখ শান্তি রঙ্গিন।
তোমার ভাবনায় আপন ক্ষতি মানা অসম্ভব,
আমার ধর্ম সাফল্যের জয় সাজাতে বাস্তব।


তোমার মনে সদা জাগ্রত আমাকে নিয়ে ভয়,
সুযোগমত সধ্ব্যবহার সবকিছুতেই অভিনয়।
তোমার মত থাকবে তুমি এটাই চিরন্তণ বাক্য,
মিথ্যায় আনন্দ খুঁজতে অবহেলা আমার সত্য।


তোমার হৃদয় ভাঙ্গবেনা কভু কাঁদলে অবিরত,
চিতার দহন যায়না সহন হাসি তামাশার মত।
দুঃখ কষ্টের জ্বালা যন্ত্রণা দাওনা যতই আমায়,
পাপ পূণ্যের হিসাব রাখি ভক্তি সেজদা পুজায়।


ঈমান আমল ঠিক রাখিয়া ঝাড় ফুঁকের স্পর্শ,
বিরক্তিকর তোমার কাছে আমি গড়ি যে স্বর্গ।
একটু যদি ভাবতে তুমি প্রতিদিনের কর্মকান্ড,
অনুভবের বিশ্বাস আমার হতনা কভু লন্ডভন্ড।


বিশ্বাস করলে মিলায় বস্তু তর্ক করলে বহুদূর,
সবকিছুতে প্রমাণ তোমার নতুবা আমি চোর।
দেখে শুনে বুঝবে তুমি এইতো চিন্তা ভাবনা,
পবিত্র মনের প্রেমের আরতি জীবনের সাধনা।