দয়াল ভাঙ্গবে তুমি আমায় গড়বে তুমি
জানি আমি তুমি জগত স্বামী
দয়াল জানি আমি তুমি জগত স্বামী


ইচ্ছাতে বাসনা কত কি কামনা
আমার সাধনা পাইতে সুখ
করবে না পুরন ভাঙ্গবে না স্বপন
আমার কাজে কর্মে হইয়া বিমুখ
তবুও আশা রাখি সাজাইয়া দিতে ডাকি
তুমি যে আমার অন্তরযামী


পাঠালে একা নেই প্রিয় সখা
সবাই দিল ধোকা হইয়া আপন
দেখেছি শুনেছি যা পেয়ে কত ব্যথা
দিয়েছি উজার করে শত বিসর্জন
আর কি আছে বাকি তুমিও দিলে ফাঁকি
ডাকিয়া আমায় পাপী আসামী


লোভে আছে পাপ তোমারি অভিশাপ
রাখিলে হিসাব চালান পুঁজি
ষোলআনা মুলধন হারাইয়া করি ক্রন্দন
সুদের লাগি আসল ধরলাম বাজী
টুটুলের আমানত হইয়া গেছে খেয়ানত
যা ছিল জীবনে সবচে দামী