আমার ভালো ব্যবহারে তুই খুশি হয়ে
আমাকে বলিস ভালো,
পরিস্থিতির শিকারে খারাপ ব্যবহারে
আমার চরিত্র মন্দ হলো।


ভালো ব্যবহারের প্রতিদানে তুই যথন
করিস আমার চরম ক্ষতি
আমি কি আর তখন চুপ থাকতে পারি
প্রতিহত করি ভয় ভীতি।


আমি যখন হাসতে থাকি মনের আনন্দে
তুই তখন হস অংশীদার,
তোর তীর্যক কথার শমশের আঘাত হানে
ক্ষত বিক্ষত হৃদয় পাথার।


যন্ত্রণায় কাতর ব্যথিত অন্তরে করুন রোদন
তোকে ভাবি পরম সাথী
কান্নার শব্দে যদি তোর বুকের পাঁজর ভাঙ্গে
পালিয়ে বেড়াস দিবা রাতি।


আমার সুখের সঙ্গী হতে উল্লাসে মুখোরিত
পাশে থাকিস অনায়েসে,
প্রশংসার বিষেষণ উচ্চকণ্ঠে বিজয় মিছিল
তোষামোদ কত ভালবেসে।


আমার দুঃখের মাঝে তোকে আকড়ে ধরি
পরম আত্মীয় বুকের গহণ
স্বার্থপরতায় বেপরোয়া নিখুঁত অভিনয়ে
আমাকে তুই দিতে বিসর্জন।