আমি কি তোমার সৃষ্টি নই?
আমাকে সৃজনে তুমি পাঠালে ভূবনে,
তোমার অবাধ্য কেন বল কি কারণে?
তবে কেন তোমার প্রিয় বান্দা নই?


আমি কি তোমার সৃষ্টি নই?
তবে কেন সাজালেনা সুন্দর আমায়?
তোমার অনুগত যেন থাকি সর্বদায়।
তবে কেন পৃথিবীতে পথভ্রষ্ট হই?


আমি কি তোমার সৃষ্টি নই?
তবে কেন তোমার অসন্তুষ্টির কারণ?
সীমালঙ্গনকারী পাপী শুনিনা বারণ।
তবে কেন বল তোমাকে ভুলে রই?


আমি কি তোমার সৃষ্টি নই?
তবে কেন পোষ নাহি মানি তোমার?
প্রিঞ্জরে বন্দি মুক্ত স্বাধীনতা আমার।
তবে কেন মোহ মায়ায় বন্দি হই?


আমি কি তোমার সৃষ্টি নই?
প্রতিযোগীতায় বিজয়ী পাবে জান্নাত,
পরাজিতকে দিবেনা মুক্তির নাজাত।
তবে কেন জ্ঞান বিচারে অবোধ রই?


আমি কি তোমার সৃষ্টি নই?
আমার ভালো মন্দ ভাবলেনা তুমি,
অবহেলা অনাদরে বিপথগামী আমি।
তবে কেন তোমাকে ব্যথা বেদনা কই?