মায়া ডুরে বাঁধিয়া জীবনের সাথে,
আঁধারে বন্ধি আমি নিবে কি আলোর পথে।


হৃদয়ের কপাট খোলে ভালোবাসার নীড়ে,
অনুমতি পাই যদি জীবনের তরে।


পৃথিবীর যে প্রান্তে হোক না বাস,
মিলনের মোহনায় জানি সুখের পূর্বাভাস।


সাজাবো তোমারে আমি মনের মত করে,
সাথী হয়ে আস যদি প্রাণনাথ ওরে।


মনের অঙ্গরাজ্যে তুমি প্রেমের রাজা,
হুকুম অমান্যকারী এই আমাকে দিও সাজা।


যদি চলেই যাবে যাও আবার ফিরে আসিও।
সেদিন দেখ অনন্ত অপেক্ষায় আমিও,


বিদায় লগ্নে অপলক তোমাকে দেখে,
হাসি খুশির মুখটি হৃদয় ক্যানভাসে এঁকে।


তোমার কোলে আশ্রয়ে চাই শেষ ঠিকানা,
স্নেহের পরশে শান্তির চাদরে বুনা।


বিশ্বাস ভক্তির প্রেমে রাঙ্গিয়ে চরণ,
অনন্ত কালের প্রণয়ে করিব তোমাকে বরণ।