একাকী আমি অজ্ঞতার পরিচয় দিয়েছি ভবে,
প্রেমের পবিত্রতায় আমি পাপে রয়েছি ডুবে।
পিতা মাতা গুরুজনের অবাধ্য ভাল মন্দ তবে,
শৈশব কৈশর প্রাপ্ত যৌবনে বেপরোয়া স্বভাবে।


যুক্তি তর্কের অকাট্য দলিলে অবহেলা করেছি,
আত্ম গৌরব মর্যাদায় জ্ঞানীর আসন চেয়েছি।
বাঁচার জন্য জীবনের মূলধন সহজে হারিয়েছি,
চিরন্তণ সত্য উপলব্দি না করে আমি মুর্খ রয়েছি।


অফুড়ন্ত নেয়ামত অস্বীকারে অকৃতজ্ঞ আমি,
শাস্তির বদলে নাফরমানের হেফাজতে তুমি।
অসীম দয়ালু পরম করুণাময় জগতের স্বামী,
কাম ক্রোধ মোহ মায়ার লোভে পথভ্রষ্ট আমি।


নিঃশ্বাসে বিশ্বাসে অনুভবে তোমার অস্থিত্ব ছায়া,
দুষ্ট চিন্তা ভাবনা সর্বদা ছিল অতৃপ্ত আশার চাওয়া।
কামনা বাসনার চাহিদা পূরণে নিত্য অস্থির হওয়া,
ধৈর্য্যহারা ক্ষুধা তৃষ্ণা নিবারণে হয়নি কভু পাওয়া।


লজ্জিত আজ বড় অসহায় দিবানিশি করি ক্রন্দণ,
ক্ষমা কর হে এলাহী আমার আরাধনা কর গ্রহণ।
পুরানো অতীত ধিক্কার দিয়ে কুকর্ম আজ করি স্বরণ,
অনুশোচনায় দগ্ধ হৃদয় খুঁজে পেতে নতুন জীবন।