মাটির গড়া মানুষ সুন্দর দেহে বেহুশ
হারাইয়া হুশ চিনলনা
আপন দেহঘরে কে বিরাজ করে
আত্মা না সাঁই রাব্বানা ।


এক অদ্বিতীয় সত্তার আত্মীয়
পরম বন্ধু এই মানুষ
এক জীবনে পাইবেনা খুঁজে
যদি ধরে তারি দোষ
জন্ম মৃত্যু চরম সত্য
বাঁচার মিছে কেন আরাধনা


নারীর বুকে পুরুষের শান্তি
আহা কি মধুর মিলন
মায়ার ডুরে জগত জুড়ে
এক আত্মা দুটি জীবন
জঠোরে ঠাই নিল সবাই
মানব রুপে যার নমুনা


শিশু কিশোর যুবক বৃদ্ধ
এইতো মানুষের সুরুত
কোন বয়সে কখন কেমন
আটকায় না কেউ গতিপথ
অধম টুটুল করল যে ভুল
আত্মা রেখে দেহের সাধনা


মাটির গড়া মানুষ সুন্দর দেহে বেহুশ
হারাইয়া হুশ চিনলনা
আপন দেহঘরে কে বিরাজ করে
আত্মা না সাঁই রাব্বানা ।