জীবন সামনে রেখে
আয়নায় দাড়িয়ে
দেখেছো কি কভু তুমি
ভুল ত্রুটি কত কর অবিরত
তবুও কথা কাজে ব্যস্ত দিবস যামী


ভাঙ্গা কাঁচের মতই শত শত টুকরো
তোমার চরিত্রে উঠবে ফোটে
আপন খেয়ালে নিজেকে সাজিয়ে দেখ
নিত্য ব্যবহারে মনের ভোটে
প্রশ্ন করে যাও সত্য মিথ্যা পাও
ভালো মন্দ খুঁজা অনেক দামী


স্বার্থ লোভে যদি মুখোশ পড়ে থাক
নম্র ভদ্রতার আড়ালে গোপন
শান্তি সুখের ভোগে আকড়ে ধরে যাকে
ধোঁকার প্রতারণায় সাজানো স্বপন
সময় সুযোগ বুঝে বিরক্ত বাহানা খুঁজে
পছন্দের আনন্দ চাইলে তুমি