এই পৃথিবী অনেক সুন্দর তুমিও কি অনেক সুন্দর মা
আচ্ছা বলতো সুন্দর কি রকম হয় আমি কেমন করে বুঝব ?
ধুৎ আমিতো দেখতেই পাইনা না দেখে কেমন করে বুঝব পৃথিবীটা সুন্দর।
মা তুমি কিভাবে আমাকে দেখ ডাকলে আমার কাছে আসো
আমি কি খাচ্ছি তা তুমি বার বার দেখতে আস কেন
ও মা তুমি কোথায় আমি তোমার কাছে যেতে চাই


সবাই বলে ওই যে উপরে নীল আকাশ অনেক সুন্দর
কত উপরে আমিতো জানিনা হাত বাড়ালেই কি আমি ধরতে পারব
সকালে সূর্য উদিত হলে দিনের আলোতে পৃথিবী ঝলমল হয়ে উঠে
সন্ধ্যায় অস্ত গেলে আবার অন্ধকার হয়ে যায়
চাঁদের কিরনে রাতের আকাশ নাকি অনেক সুন্দর
চাঁদের চারপাশে তারাগুলো ঝিকিমিকি জ্বলতে থাকে
আমি কি জানি আমি কি কখনো দেখেছি


বাড়ির পাশে নাকি খুব সুন্দর একটা বাগান আছে
বাগানে হরেক রকম ফুল ফোটে ফুলের সৌরভ আমার খুব ভালো লাগে
কি মিষ্টি ঘ্রান পাখিদের কিচির মিচির শব্দ শুনে যখন ঘুম ভাঙ্গে
আমার প্রচন্ড ইচ্ছে হয় দৌড়ে বাগানে ছুটে যাই
মা বলে এতো ভোরে ঘর থেকে বের হতে নেই
ধুৎ মা আসলে বোকা কখন ভোর কখন সকাল
কখন দুপুর কখন বিকাল কখন রাত আমি কি বুঝি নাকি


পুকুরে স্নান করতে গেলে মা বলে দাড়া আমি নামিয়ে দিব
আমি বলি ও মা কেন তুমি নামিয়ে দিবে আমি একাই যেতে পারব
মা তখন রেগে বলে তুই কি দেখতে পাস কেমনে যাবি কেমনে যাবি
আমার না তখন বিষম কষ্ট হয় মা আমাকে সত্যি ভালোবাসেতো
বাবাকে দেখতে খুব ইচ্ছে হয় শুনেছি বাবা কত পরিশ্রম করে
কত মানুষ বাবকে সম্মান করে বাবার যশ খ্যতির সুনাম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে
এই যে পোড়া কপাল আমার শুধু আমিই দেখতে পাইনা


সবাই বলে আমি নাকি অনেক সুন্দর বলেই কেন যেন চুপ হয়ে যায়
আমিতো জীবনে কোন কিছুই দেখতে পাইনি
তবে নিজেকে দেখতে খুব ইচ্ছে হয়
আমাকে দেখে কে হাসে কে আনন্দ পায় কে উপহাস করে
আচ্ছা বাবুল রতন টুম্পা খুকি ওরা কি আমার থেকে অনেক সুন্দর
ওরা ওরা সবাই খেলা ধুলা করে হাসি খুশির শব্দ শুনি
ওদের কাছে আমার যে যেতেই ভয় হয়


মা ছাড়াতো আমার আর কেউ নেই
ঈশ্বর হয়তো মাকেই শুধু আমার জন্য পাঠিয়েছে
কিন্তু আমি যে মায়ের কষ্টের কারন সেটা বেশ বুঝতে পারি
এইতো সেদিন আমি নাকি গাড়ির নিচে পড়ে যাচ্ছিলাম
ছোট কাকি আমার পিছু নিয়েছিল বাবাকে বলতেই মাকে খুব বকাঝকা শুনতে হলো
আচ্ছা মার কি দোষ আমি কি মাকে বলে গিয়েছিলাম নাকি


হে ঈশ্বর তোমাকে বলি
আমার চোখে আলো দিতে এতটা কৃপন কেন হলে তুমি
তোমার এই সুন্দর পৃথিবীর রুপ দেখার ইচ্ছে আমার নেই
আসমান জমিন গাছ বৃক্ষ তরু লতা নদী নালা পাহাড় পর্বত
গরু ছাগল হাস মুরগী আরো কত কি সৃষ্টি করেছো
আমার এই অপরিপূর্নতা শুধু তোমার সন্তুষ্টির উপাসনা মাত্র
পাঠানোর আগেই কেড়ে নিলে বেঁচে থাকার স্বাদ