অনন্ত অসীম তুমি
বিচার দিবসের স্বামী
আমি পাপী বড় গুনাহগার
ও মাবুদ ক্ষমা করে দাও না এবার।।


আসবে যেদিন সমন জারি
যেতে হবে জগত ছাড়ি
কেউ হবেনা কারো জামিনদার
সেদিন তোমার নাম স্বরণে
মরণ যেন হয় ঈমানে
এই তো মাওলা আবেদন আমার
ও মাবুদ ক্ষমা করে দাওনা এবার।।


পরকালে দিও নাজাত
হাশর মিযান ঐ পুলসিরাত
বিপদ হইতে করিও উদ্ধার
হিসাব তুমি চাওগো যদি
হইব মোরা অপরাধী
পাহাড় সমান গুনাহ আমার
ও মাবুদ ক্ষমা করে দাওনা এবার।।


ভয় হয় দোযখের আগুন
পাপী তাপীর সাজা দ্বিগুন
রহিম রহমান নামটি কাহ্বার
চাই না বেহেস্তী নেয়ামত
ছায়াতলের শীতল রহমত
পায় যদিগো টুটুলে দীদার
ও মাবুদ ক্ষমা করে দাওনা এবার।।