কবে কখন নিরজনে
আসবে তুমি সংগোপনে
ভালোবেসে ডাকবে অভিষারেরে
শুধু সেই আশাতে দিনে রাতে
আমি থাকিরে


আমি ছাড়া আমার কথা
আমার মনের ব্যকুলতা
তুমি ছাড়া আর না কেউ জানে
তুমি আমার কতো আপন
কবে হবে মধুর মিলন
কবে তুমি আসবে এই জীবনে
ও দেশ বিদেশে পাগল বেশে
ঘুরি আমি যার তালাশে
তারে বিহীন শূণ্য ভূবন উদাসী অন্তরেরে
শুধু সেই আশাতে দিনে রাতে
আমি থাকিরে


আমার কি গুরুত্ব আছে
অতি প্রিয় তাঁরি কাছে
যতন করে এ হৃদয়ে গড়েছে আসন
কয়না কথা দেয়না দেখা
যায়না রেখে আমায় একা
ছায়ার মতো পাশে থাকে সারাক্ষণ
ও কাঁদে হাসে দুঃখ সুখে
আমায় রাখে চোখে চোখে
তার অধীনে তবুও হলাম বিপথগামীরেরে
শুধু সেই আশাতে দিনে রাতে
আমি থাকিরে


প্রণয়ের এই লীলা খেলা
মনে প্রাণে নিত্য দোলা
সুখের স্বপন মধুর মিলন এই ভূবনে
চির সুন্দর সাজাই বাসর
ভক্তি পুজা সেজদার আসর
কত সাধি ঠাই যদি পাই রাঙ্গা চরণে
ও ধন্য ভবে পূর্ণ হবে
চায় যে টুটুল অনুভবে
বৃথা যেন সাধন ভজন হয়না জগত মাঝারেরে
শুধু সেই আশাতে দিনে রাতে
আমি থাকিরে