সত্যের দ্বারে পৌছে তুমি,
      অনায়েসে বলে মিথ্যা কথা,
            দুর্বল চিত্তে কন্ঠের শক্তিতে,
                  জগতে দেখালে তুচ্ছ ক্ষমতা।


ন্যায়ের ভয়ে পালিয়ে তুমি,
     অন্যায়ে চাইলে আশ্রয় গ্রহণ,
           বৃহত্তের অনুগত গোলামী করে,
                ক্ষুদ্রের নিকট লম্বা আস্ফালন।


মুখোশের অন্তরালে যে তুমি,
    নীতি বাক্য সদা মানুষের তরে,
         শক্তিশালীর সামনে নত মস্তিষ্ক,
             অক্ষমের বিরুদ্ধে গর্জণ উচ্চস্বরে।


হাসি আনন্দ চোরের বন্ধু তুমি,
      অপকর্মের লিপ্ত নিত্য ব্যস্ততা,
          আদর্শে মহাশত্রু কলঙ্ক রটাতে,
               সমালোচনার দোষ ত্রুটি গাঁথা।


এমন চরিত্র গঠনে সাধক তুমি,
     মন্দ কাজে শুধু আগ্রহ প্রকাশ,
          ভালোর বিপরীতে কুমন্ত্রণা যত,
               ষড়যন্ত্রে সকল মঙ্গলের বিনাশ।


চরিত্রহীন ব্যক্তি আসলেই কি তুমি,
   আপন স্বার্থ উদ্ধারে লোভ লালসা,
       হিংসা নিন্দার প্রতিশোধের অনল,
           মুখে মধু অন্তরে লুকানো সর্বনাশা।


সততার পুরস্কার পাবে যে তুমি,
     যদিও অসৎ সমাজে ব্যক্তিত্বহীন,
          সভ্যতার যুগে অসভ্য ইতর প্রাণী,
               হায়েনা পিশাচের সঙ্গী চিরদিন।