মম সৌন্দর্য্য বিকশিত করিতে পরাজিত সকলে,
অন্যের নিকটে প্রাপ্তির অধিকারে, আপনাকে ভুলে।
ভিখারীর ন্যায় হাত পাতিয়া, করুণার দান করিতে গ্রহণ,
গুপ্ত ধনাগারে সঞ্চিত রতন, বিলাতে মোরা বড় কৃপণ।


নিজেকে প্রকাশিত করিতে কভু, প্রচেষ্টা নেই বিন্দু মাত্র,
আমার আমিকে হারিয়ে খুঁজি পথে প্রান্তে দিবা রাত্র।
স্রষ্টা পাঠালেন ইনসান ভবে, সৃজনে শ্রেষ্টত্বের ঘোষণা,
দায়িত্ব কর্তব্য অবহেলায়, তবুও অধিকারে বিষাক্ত ফণা।


লোভী আমি স্বার্থপর আমি,জগতে চাই সকলের কাছে,
মহৎ হৃদয়ে উদার হস্তে, দেবার মত আমার কি আছে?
শক্তি ক্ষমতা অর্থ সম্পদ, কাড়িয়া লইতে অনায়েসে গৌরব,
দ্বীন ভিখারীর সাহায্য প্রদাণে নিঃস্ব রিক্ত সাজে বলে অসম্ভব।


আমার দ্বারা উপকৃত হবে মানুষ, আমি ব্যক্তিত্বে মহান,
অনিষ্ট সাধনে অন্যের ক্ষতি খুঁজেছি স্বার্থের কল্যাণ।
ন্যায় নীতি বোধের আদর্শগাঁথা সম্মান মর্যাদায় অনুস্বরণ,
আচার ব্যবহার কর্মকান্ডে, হয়নি গড়া জানি আমার জীবন।