বিশ্বাসের শক্ত শিকলে তোকে
                      বেঁধেছিলাম অবুঝ অন্তরে,
আজ থেকে সেই বাঁধন দিলাম
                      মুক্ত করে তোকে চিরতরে।
ভালোবেসে রেখেছিলাম যতনে
                       হৃদয়ের এই ছোট্ট কুটিরে,
স্বাধীণতার অনন্ত সনদ দিলাম
                       চলে যস তুই দুর বহুদুরে।


সোহাগে আদরে জড়িয়েছিলাম
                       উষ্ণ দেহে মধুর আলিঙ্গনে,
অধিকার বিহীন কর্তব্যের দাবী
                         রাখিব না তোর জীবনে।
যেতে চাস যা রে যাবে যদি তুই
                          সকল বাঁধন উম্মোচনে,
ফিরাতে তোকে মিছে মায়াজাল
                          ফেলিব না তোর গমণে।


যদি কোন দিন সত্যের সন্ধানে
                         আমাকে তুই করিস স্বরণ,
হৃদয় দরজা থাকবে সদা খোলা
                         অপেক্ষায় তোর আগমন।
দূর থেকেই সেদিন দেখিস সমাধি
                          কাছে আসার রইল বারণ,
কাঁদিস না মমতার নোনা জলে
                         মুছে দিতে পারবনা নয়ন।