তুমি আর ডেকনা বাঁশরিয়া বাঁশিতে সুর তোলে,
বাঁশির সুরে উতলা প্রাণ নিজেকে যাই যে ভুলে।
নিঝুম বনে উদাস সুরে বাঁশি যদি তোমার বাজে,
চঞ্চল আমি এলোমেলো ছুটি মন লাগে না কাজে।


বাঁশির সুরে মনের ঘরে দিন দুপুরে কে দেয় হানা,
আকুল হৃদয় শাসন ভেঙ্গে উড়তে মেলেছে ডানা।
দিবানিশি শুনি বাঁশির সুরে ডাকে অন্তরে লুকায়ে,
যাদু টোনার বশিকরণে দেয় বুকের জ্বালা বাড়ায়ে।


দোহাই বাঁশি চুপ করে থাক আর তুলিসনা সুর,
বংশীবাদক ছলে বলে কাছে থেকে যায় বহুদুর।
বন বাদারে দিক বিদিক বাঁশিওয়ালাকে খুঁজি,
ব্যথা বেদনার বিরহ বিচ্ছেদে বিশ্বাস শুধু পুঁজি।