দুই নয়নে তোমায় দেখার ছিল বাসনা,
অন্তরে অনন্ত ব্যথা বুকের ভিতর যন্ত্রণা।
মনের মাধুরী মিশিয়ে করিল কে সৃজন?
গড়েছে নিখীল যেজন সে জানি কেমন?


সুনিপুন যত্ন সহকারে সাজিয়েছে সুন্দর,
মুগ্ধকর চির মনোহর এই বিশ্ব কারিগর।
তালাশে যেদিকে যাই রাখি যেথায় দৃষ্টি,
অপরুপ অবাক পৃথিবীতে বৈচিত্রময় সৃষ্টি।


কোথায় বসিলে তুমি বিশ্ব পরিচালনায়,
অস্ত উদয় নির্ধারিত দিন রাত ইশারায়।
আলো আধাঁরে মিশে আসমান জমিন,
স্বপ্ন আশা ভালবাসা প্রেম প্রীতি রঙ্গিন।


আমারে কাছে ডাকে আড়ালে লুকিয়ে,
নিবিড় আলিঙ্গনে জড়ায় দুহাত বাড়িয়ে।
লুকোচুরি খেলাতে কি যে তাঁর অভিপ্রায়,
হৃদয়ে নেশার তৃষ্ণা বাড়ায় আপন ইচ্ছায়।


শুনি দয়ালু মহান জগতের প্রতিপালক,
একমাত্র করুণাময় আমারি অভিভাবক।
এক পলক দেখার আশা সেবিতে চরণ,
ধন্য জন্ম আমার স্বার্থক মানব জীবন।