( ২০১৮ সালের বেদনা বিধুর উপদেশ বাণী )


এসেছিলাম তোদের মাঝে
    করেছিলি বরণ,
আনন্দে উল্লাসে সাজিয়ে ঢালা
    সাদর সম্ভাষণ।
অবহেলা অনাদরে বারোটি মাস
     করে দিলি পার,
৩৬৫ দিন ব্যর্থতার পরাজয়ের
     প্রাপ্তি তাই ধিক্কার।


প্রতিটি সেকেন্ড মিনিট ঘন্টা
       করেছি সাবধান,
সাজাতে সুন্দর জীবন ভূবনে
       মঙ্গলে কল্যাণ ।
তামাশায় মেতে মিথ্যা ভাবনা
       সকলি হল বিফল,
সত্যের সন্ধানে গন্তব্যে পৌছানো
       হয়নি কভু সফল ।


আসবে আবার জানি নতুন বছর
       পাল্টাবি ক্যলেন্ডার,
তোরা যদি না পাল্টাস এখনো
       বৃথাই সে আসার।
হিংসা বিদ্বেষ মুছে দিয়ে মন থেকে
       ন্যায় নীতি অর্জন,
মানবতায় সেবায় নিয়োজিত হতে
       নতুনকে করিস বরণ।
      
বেদনার কথাগুলি বলি তোদের
      আপন ভেবে কত,
আমরা আসি মানুষের দ্বারে দ্বারে
      মর্যাদার আসন উন্নত।
সুযোগের স্ব্যবহারে হয়নি স্বজ্ঞান
       কাজে লাগাতে সময়,
কেউ করবেনা কারে জন্য অপেক্ষা
       জীবনটা তোর গতিময়।