বেদনার নীল নদে জীবনের তরী খানি,
ভালবাসার জোয়ারে দুই কূলে শুধু পানি।
ছলনার ঢেউ আসে সুখের তীর ঘেষে,
ভেঙ্গে দিয়ে আশাগুলো অতলে ডুবায় শেষে।


অথৈ জলে হাবুডুবু প্রেমের সন্ধানে,
মানিক রতন কুঁড়ায় ব্যথা ঢাকে গোপনে।
বিরহের দংশনে কেবল উজানে ভেসে যায়,
বিচ্ছেদের ধমকা হাওয়া কষ্টের পাল উড়ায়।।


বিশ্বাসের ভেলাখানি পাড়ি দিতে মহাসিন্ধু,
হাল ধরে সুজন মাঝি ভরসা নেই এক বিন্দু।
স্বপ্নের দেশ খুঁজে কল্পনার দ্বীপে নোঙ্গর করে,
মাস্তুলের বাদাম খোলে মাল্লারা নেই দাঁড়ে।


অজানা স্রোতের টানে হারিয়ে দিক বিদিক,
ক্ষুধা তৃষ্ণায় কাতর যন্ত্রণায় কাঁদে নাবিক।
বন্ধনের সুঁতো কেটে অবাক বিস্ময়ে আত্মহারা,
জীবনের শেষ প্রান্তে নীল নদের গতি ধারা।