মানুষের আদালতে বিচার হচ্চে রোজ
    মিথ্যা স্বাক্ষীর জবানবন্দি,
জোর যার মুল্লুক তার ক্ষমতার লড়াই
     হয়না জগতে মানুষের সন্ধি।
বিচারকের আসনে জর্জ সাহেব বসা
     নোটের মূল্যায়নে দিচ্ছে রায়,
উকিলের যুক্তি তর্ক ব্যরিষ্টারের প্রমাণ
     আসামীর জামিন পাওয়া দায়।


ধর্ষণের অপরাধ বিচারাধীন প্রক্রিয়ায়
   খুনের মামলায় গ্রেফতারী সমন,
চুরি ডাকাতির অভিযুক্ত আসামীর নাম
   পুলিশের চার্জশীটে নেই বিবরন।
আলামতেরর ফাইলপত্র হয়েছে গায়েব
    প্রকৃত আসামী হলনা সনাক্ত,
ঘটনা সত্যি বাদীকে মিথ্যাবাদী খেতাব
    মদের নেশায় বলেছে আসক্ত।


স্বজন হারা পরিজনের ব্যথার আর্তনাদ
     ন্যায় বিচার আইনের পরিহাস,
পিতা পুত্রের খুনীরা খালাসের আনন্দে
      ধর্ষিতা নারীর করুণ ইতিহাস।
দোষীকে মুক্ত করে দিয়ে নির্দোষীকে সাজা
     স্বার্থের মঞ্চে চলে আইনের খেলা,
দুর্বল অসহায় নির্যাতীত জনগণের কান্না
      বাঁচার আশা নিত্য চিতায় জ্বলা।


শক্তি ক্ষমতা দুনিয়ার বাহাদুরি দেখালে
       প্রতিটা মানুষ আসামী পরপারে,
কর্মকান্ডের আমলনামা লিপিবদ্ধ রয়েছে
       স্বীকারোক্তি দিবে দলীল পড়ে।
কাজীর আসনে একমাত্র ন্যায় বিচারক
        উকিল মুক্তার স্বাক্ষী ছাড়া,
জর্জকোর্ট হাইকোর্ট সুপ্রিমকোর্টে আপীল
       জামিন পেতে সকলে দিশেহারা।