আদি অনাদি তুমি মহাকাল ব্যাপি,
অনন্ত অসীম জগতে আছো বহুরুপি।
স্বরুপে রুপের ঘরে বসিয়া নিরাকারে,
খেলাঘর বাঁধিতে মগ্ন আলো আধারে।


অখন্ড মন্ডল তুমি সাজিয়ে ব্রহ্মান্ড,
নিত্য পরিচালনায় যত আজব কান্ড।
আপন হেয়ালির নির্ধারণে ভাল মন্দ,
ইচ্ছা অনিচ্ছায় বল কিসে দিদ্ধা দন্দ?


গুপ্ত পরিচয় ব্যক্ত করতে আত্মপরিচয়,
সত্য মিথ্যার আড়ালে সন্তুষ্টির বিজয়।
কাছে দূরে নিরলে খুঁজে বেড়াও সখা,
কেউ ভাবে প্রিয়জন কেউ দেয় ধোকা।


দেখে শুনে সব বুঝে মিছে অভিমানে,
দোষ ত্রুটি হিসাব রাখ লুকে গোপনে।
শত্রু মিত্র নির্ণয় কর ভিতরে বাহিরে,
সুখ দুঃখ হাসি কান্না কিসে বন্টণ করে?


ত্যাগে ভোগে স্বার্থ সিদ্ধি প্রাপ্তির তৃপ্তি,
আর্শিবাদ অভিশাপ কিসে লাভ ক্ষতি?
পছন্দ অপন্দ তোমার আইনের বিধান,
উদ্ধার পাবে বলে নাকি দিতে পরিত্রাণ?


প্রেম প্রীতি ভালবাসা কত ধন সম্পদ,
রহস্যের ভেড়াজালে কি এমন বিপদ?
শক্তি ক্ষমতা প্রয়োগ যুক্তি তর্ক অসাড়,
প্রতিশোধ নিবে নাকি দিবে উপহার?