আকাশ পাতাল বহ্মচারী ঘুরিয়া জল স্থল,
খুঁজে কারে বন বাদারে বিশ্বাস রেখে অটল?
মনের আশা পূর্ণ হইবে পাইলে তাঁর দেখা,
কোন পথে সে আসবে কখন করে অপেক্ষা?


রুপ সুরুত আকার আকৃতি যদি নিরাকারে,
দুই নয়নে দেখনি যারে চিনবে কেমন করে?
সামনে এসে বুকে জড়াতে বাড়াতে দুহাত।
তাঁর কি কভু ইচ্ছা জাগে করিতে স্বাক্ষাত?


মানুষের মাঝে দিয়েছে যে নিজের পরিচয়,
দয়ালু মহান জগতে যেজন পরম করুণাময়।
কত নামের গুণ কীত্তণে প্রশংসা করে তাঁর,
শান্তণা দিতে সাড়া দিযে হয়েছে কি উদার?


নিত্য যাঁর আরাধনা রাখিলে প্রাণের মাঝে,
চিন্তা ভাবনা কর্মকান্ডে এসেছে কোন কাজে।
কত আশা বুকের ভিতর চাওয়ার সীমা নাই,
টাকা কড়ি ধন দৌলত কয়জনে তাঁকে চাই?


পাপ পূণ্যে স্বর্গ নরক ভুল করে চাইলে ক্ষমা,
সাবধানে সচেতন সদা ভয় ভীতি কত জমা।
পাবেনা কেউ তাঁর দেখা কোথায় অভিমানী,
বলছে নাকি শাস্ত্র বিধানে এমন কোন বাণী?


বোকা মানুষ ধোকার স্বীকার সন্দেহ অন্তরে,
সর্বক্ষণ সে মানুষের সাথে সর্বত্র বিরাজ করে।
সেজদা পুজা ষোলআনা ফাঁকি যদিও ডাকে,
বিশ্বাস ভক্তি প্রেম সাধেনি আপন ভেবে তাঁকে।