মন ভাঙ্গা মোর হৃদয় ভাঙ্গা ভাঙ্গা এই অন্তর,
বুকটা আমার ভাঙ্গা বাড়ি ভাঙ্গা আমার ঘর।
ভাঙ্গা কপালে বিধাতা দিলনা সুখের আঁচড়,
দুঃখ কষ্ট আঘাতে তাই ভাঙ্গে বুকের পাঁজর।


মিছে আশায় গড়ি আমি স্বপ্ন ভাঙ্গা জীবন,
বিশ্বাস ভাঙ্গা অন্তর সাজাই দুচোখে ক্রন্দণ।
ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগাতে অনলে দহণ,
চিত্ত মাঝে নিত্য ভাঙ্গে প্রেমের সেতু বন্ধন।


ধৈর্য্য ভাঙ্গা সাহস ভাঙ্গা নিশক্ত নিথর দেহ,
ভাঙ্গা শান্তণায় ভরসা দিতে সঙ্গী নেই কেহ।
আপন পর স্বার্থের টানে ভাঙ্গে পবিত্র রুহ,
লোভ লাসলায় হিসাব কষে জীবনের প্রবাহ।


আঁখি জল উজানে ভাঙ্গে জীবন নদীর কুল,
কতজনে প্রিয় সখে ভাঙ্গে চারা গাছের ফুল।
বিচ্ছেদের ব্যথা বেদনা ভাঙ্গে মাটির পুতুল,
নিন্দার কলঙ্ক রটায় ভাঙ্গেনা মানুষের ভুল।


নীড় ভাঙ্গা ডাল ভাঙ্গা বন জঙ্গলে পাখি,
বাসা ভাঙ্গা খাঁচা ভাঙ্গা কেমনে পুষে রাখি?
ভাঙ্গা রথে ভাঙ্গা পথে মিছে আলেয়ার ফাঁকি,
ভাঙ্গা গড়া খেলা ছলে কেমনে বেঁচে থাকি??