তুমি ভেবেছো কি মনে আসিয়া এই ভূবনে
যা খুশি করবে তুমি কেউ জানবেনা
বারে বারে আর আসা হবেনা


ছিলে তুমি ছোট্ট শিশু অবুঝ এক মানুষ
ধিরে ধিরে বড় করল জ্ঞান বুদ্ধি হুশ
যৌবনের আনন্দে বেহুশ বৃদ্ধ হইবানা


শক্তি সাহস তোমার মাঝে ইচ্ছা চিরদিন
ভালো মন্দ চিন্তা ভাবনা পেয়েছো স্বাধীন
বুঝলেনা তুমি কোনদিন বয়সের সীমানা


ছেলে মেয়েের ভরন পোষন দায়িত্ব পালনে
বৃদ্ধকালে দুর্বল হয়ে কাদলে নিশিদিনে
লাভ লোকসান এই জীবনে বাচার বাহানা


জন্ম মৃত্যু বাঁচার জীবন ক্ষণিকের যৌবনকাল
সত্য মিথ্যার ন্যায় নীতি পাতিয়া মায়াজাল
বিপদ আপদ হয়েছে কাল টুটুলের যন্ত্রণা