চাইনা বেহেস্ত, চাইনা দোজখ, চাই শুধু তোমারে
স্বর্গ নরক যেথায় রাখ, গেঁথে রাখবো অন্তরে


তুমি কে আর আমি কে ? ভিন্ন কেহ নইতো দুজন
পাশাপাশি পরবাসী, পরিচয় রাখিলে গোপন।
কাছে তোমায় পাবো বলে, ডাকি যে জনম ভরে ঐ


ভাল মন্দ বুঝিনাতো, কর্ম কান্ডে করে যাই ভুল
তোমার প্রেমে হৃদয় আমার, হয়েছে আকুল
মনে প্রাণে নিত্য ধ্যানে, কাছে রেখে খুঁজি দুরে ঐ


চলার পথে হাঠি একা, অজানা ঠিকানা বিহীন
ধোকা খেয়ে বোকা আমি, তুমি হাসিলে রঙ্গিন
টুটুলের মিনতি সদা, দিও তুমি ক্ষমা করে ঐ


চাইনা বেহেস্ত, চাইনা দোজখ, চাই শুধু তোমারে
স্বর্গ নরক যেথায় রাখ, গেঁথে রাখবো অন্তরে