তুমি কাছে এসে চলে গেলে বহু দূরে,
আমি শুধু রাখি বেঁধে মন প্রাণ জুড়ে।
ভালবেসে ভুলে গেলে জানি চিরতরে,
স্মৃতিগুলি যত্নে রাখি কভু যদি ফিরে।


মিছে প্রেমে মন নিতে তোমার অভিনয়,
বোকা বলে ধোকা খেয়ে কাঁদি সবসময়।
চোখে চোখ হাতে হাত দিলেনা পরিচয়,
শত অপমানের আঘাতে ভাঙ্গিলে হৃদয়।


কত কথা দিলে তুমি রাখনি আজ মনে,
আশা নিয়ে বাঁচি আমি প্রতিদিন স্বরণে।
সাদা দিলে কাদা মেখে ছলনার আগুনে,
স্বপ্ন আশার সমাধি বুকে চিতার দহনে।


কি এমন চাওয়ার ছিল অহেতুক দাবী,
ব্যর্থতা না কার্পন্যতা পাইনা খুঁজে ভাবি।
লাভ ক্ষতির হিসাব করা চরিত্রে স্বভাব,
ধন সম্পদ টাকা পয়সা ছিল কি অভাব।


নিস্ব আমায় রিক্ত করে সবি নিলে লুটে,
সুখ শান্তির ভাঙ্গা নীড়ে দুঃখ শুধু জোটে।
সাজালে আপন ভূবন স্বার্থ লোভীর মত,
শুদ্ধ প্রেমের সুবাত নিতে আমি কলঙ্কিত।