দীন দুনিয়ার মালিক খোদা
         শুন ফরিয়াদ,
পাপী তাপী সকল বান্দার
          ক্ষম অপরাধ।
আল কুরআনে প্রমাণ আছে
          কেউ নয় পর,
ভক্তি সেজদায় সাড়া দিতে
           হও অগ্রসর।


হেরেনি জীবনে কভু তোমায়
           দুনয়ন ভরে,
তবুও নামের গুনগান গাহে
           জগত জুড়ে।
আদর যত্নে লালন পালনে তুমি
           রাখিয়াছ কোলে,
মোহ মায়ার জালে বন্দি মানুষ
           রয়েছে যে ভুলে।


বিশ্ব বহ্মান্ড পরিচালনায় মহান
              অনন্ত অসীম,
করুণার দানে সর্বশ্রেষ্ট প্রতিপালক
              দয়ালু রহীম।
তোমার আনুগত্য যাচি শুকরিয়া
             আলহামদু্লিল্লাহ,
অপার মহীমায় সাজিয়েছো ধরণী
               সুবাহানাল্লাহ।


পথভ্রষ্ট মোরা কপোট চিত্তের জ্ঞান
               অত্যান্ত নগণ্য,
বুঝিতে অক্ষম বিপথগামী সকলে
               পাপী বলে গণ্য।
জীবনের স্বার্থকতা তপস্যার সাধন
                সন্তুষ্টি অর্জন,
প্রতিনিধিত্ব দানে শ্রেষ্টত্বের ঘোষণা
                 মানব সৃজন।


জ্ঞানের অভাবে ভুল ভ্রান্তি মোদের
               শাস্তি ভয়ানক,
বিপদ উদ্ধারে চাইগো পরিত্রাণ প্রভু
               ভয় করি নরক।
হাশর মিযান পুলসিরাত নিদানে
               কবরে লাঞ্চিত,
জান্নাতের অফুড়ন্ত নেয়ামত থেকে
               করনা বঞ্চিত।