হেলায় হেলায় দিন কাটালাম
     হাসি আর আনন্দে,
সময় নষ্ট কার্য বিনষ্ট জগতের
      ডুব দিয়েছি মন্দে।
দিনের সূচনা লগ্নে পরিকল্পণা
      অবান্তর চিন্তা মনে,
সিদ্ধান্তে উপনীত অনষ্টি সাধন
        আপন স্বার্থ অর্জনে।
বেলা বাড়ে দ্বি-প্রহরে অর্ধ দিবস
         হিসাব কষে নির্ভুল
লক্ষ্যে পৌছাতে অস্থির চিত্ত সদা
         উদ্দেশ্য হোক সফল।
গৌধূলীর ক্ষণে বেলা পড়ে সন্ধ্যা
        জীবনের জয় পরাজয়
লাভ ক্ষতির খতিয়ানে নীট মুনাফা
         চুড়ান্ত বিবরণী নির্ণয়।
রাতের আঁধারে কামিনীর বুকে ঠাই
        সুখ নিদ্রার বিশ্রামে শান্তি
ক্ষুধার জ্বালা যৌন খেলায় যামিনী
         দুরীভূত তৃষিত ক্লান্তি।
এভাবে স্বভাবে নিত্য অতিবাহিত
          দেনা পাওনার ঋণ
বৃথাই চেষ্টা শোধিতে মানব দায়
           আসে যায় প্রতিদিন।