ডুবে আজ রুপ সাগরে ধরবো তাঁরে খুব যতনে
ও সে সিন্ধু জলে বিন্দু হয়ে লুকাইয়া রয় গোপনে


পাতালপুরীর অতল গহীন ভাব তরঙ্গে হইছে বিলীন
করবো তাঁরে আমার অধীন সাঁতার দিলাম যার সন্ধানে
ডুবে আজ রুপ সাগরে ধরবো তাঁরে খুব যতনে


মানিক রতন অমূল্য ধন থাকলেও সে বড় কৃপন
যতই আমি করি ক্রন্দণ করুণা তাঁর হয়না দানে
ডুবে আজ রুপ সাগরে ধরবো তাঁরে খুব যতনে


যদি পাই তাঁর মোহনা মিলবে সকল দেনা পাওনা
টুটুলের এই ভাবনা আছে শুধু ধ্যানে জ্ঞানে
ডুবে আজ রুপ সাগরে ধরবো তাঁরে খুব যতনে