হিয়ার মাঝে লুকিয়ে যেজন
        ডাকছে তোমায় দিবানিশি,
            সেইতো তোমার পরম আপন
                  সুখ দুঃখের নিত্য প্রতিবেশী।


উদাস মনে চঞ্চল প্রাণে
         খুঁজলে তাকে বন বাদারে,
               আকাশ পাতাল ত্রিভূবনে
                     পাবে না কভু জগত জুড়ে।


একাগ্র চিত্তের নিগূঢ় ধ্যানে
         হৃদয় মাঝে তপস্যায় সাধন,
               অন্তরালের বাহ্যিক প্রকাশ
                     অনুসন্ধানে মিলিবে দর্শণ।


মেঘের ভেলায় ভেসে ভেসে
        বৃষ্টি হয়ে ঝরি অঝর ধারায়,
             তেপান্তরের অজানা দ্বীপে
                  দেশ দেশান্তর দিগন্ত সীমায়।


আসমানের রঙধনু বিলীন
       ধূসর মেঘের আবরণে ঢাকা,
             প্রজ্জোলিত তারার আলোয়
                    নিভু নিভু যেন দেয় ধোকা।