আমার নিকট কিছু দুঃখ আছে, নিতে যদি কেহ ভাই দয়া করে,
পাইকারী, খুচরা, সুখের বাজারে বিক্রি করি যে সস্তা ধরে।
লাল দুঃখগুলি, তাজা তাজা রক্তের নহরে জিয়ে রাখা,
কালোগুলি শোকাহত হলেও ইতিহাসের পাতায় লেখা।
হলুদ দুঃখ কেবল অপেক্ষারত নিয়ম শৃঙ্খলে শান্তির খুঁজে,
সবুজ দুঃখের সুখের হাসি মাঠে বনে ভাঁজে ভাঁজে।


আমিতো সুখের সন্ধানে, অবিরত করেছি আর্তনাদে ক্রন্দণ,
সাহায্যের হাত বাড়িয়ে, কারো কাছে চাইনি ভিক্ষার উপঢোকন।
মিথ্যার রাজত্বে সত্যের দাসত্ব, আজব তোমাদের নিয়ম নীতি,
অন্যায় অত্যাচারে মত্ত তোমরা, কি হবে আমার প্রেম প্রীতি?
তোমরা সকলে ফাঁদ পেতে রেখেছো চৌদিকে আমি অবিচল,
তবে কেন স্বার্থের লোভে কেড়ে নিতে চাইলে সহায় সম্বল।


তোমাদের দ্বারা ঘটিল ক্ষতি, মানুষের শুনি আত্মচিৎকার,
লাঞ্চিত বঞ্চিত শোষিত জনতার, কাতর ব্যথায় দুঃখ আমার।
আজ তোমরা কিনে নিবে সেই যন্ত্রণা, অধিক মূল্যহ্রাসে ছাড়,
পরিস্থিতির যে অনুকূল পরিবেশ ভেবোনা, হবে দুঃখের জমিদার।
দুঃখের অনল জ্বলছে বুকে, নিভাতে নেই কারো আয়োজন,
আমার দুঃখ সবার দুঃখ রাখোনা কেন এই কথা স্বরণ।।।