খান সাহেবের বাড়াবাড়ি সম্পদের মালিক,
মান মর্যাদায় চৌধূরির চেয়ে সমাজে অধিক।
কোটি টাকার যাকাত দিব জানিয়ে দেশবাসী,
মিডিয়া সংবাদ কর্মী ক্যমেরার সামনে বসি।


জোয়ান বুড়া শিশু কিশোর আবাল বৃদ্ধ যত,
গ্রাম গঞ্জ শহর পেরিয়ে গরীব দুঃখী শত শত।
বাড়ির পাশে আকবর আলী গরীব প্রতিবেশী,
খান সাহেব জানেন ঠিক নিত্য থাকে উপোষী।


হাজার লোকের ভিড়ের মাঝে হচ্ছে বিতরণ,
কাড়াকাড়ি ঠেলাঠেলির করে অশান্ত জনগণ।
শান্ত শিষ্ট সারিবদ্ধতায় বিশৃংঙ্খল পরিবেশ,
লোভী জনতার কাতারে ধৈর্য্যের নাই লেশ।


জোর জবরদস্তি বাঁধে লড়াই শক্তি প্রয়োগে,
ধাক্কা ধাক্কি মারামারি কে নিবে কার আগে।
সোনা মিয়ার আশি বছর গায়ে নেই জোর,
লুটিয়ে পড়ে মাটিতে সে জনতা তার উপর।


মদীনা বিবির করুণ দশা খেল যখন ধাক্কা,
ধূলার মাঝেই প্রাণ ত্যাগিল পেয়ে গেল অক্কা।
এমনি করে গোটা দশেক পটল তুলে সেথা,
মিডিয়ার সামনে বলছে খান সফলতার কথা।


আকবর আলীর গলা ফাটে চিৎকারের ধ্বনি,
বাপজানের মৃত্যের খবর শুনছে কানাকানি।
নিষেধ করেছিলাম কত আসতে খানের বাড়ি,
পাঞ্জাবি লুঙ্গির আশায় দুনিয়া গেলা ছাড়ি।
 
খান সাহেবের প্রতিবেশী দেখত তাকে রোজ,
শরীর স্বাস্থ্য কেমন আছে নেয় নি কভু খোজ।
লাশের পাশে দাড়িয়ে করছে করুণ রোদন,
খরচের ব্যায় ভার যত লাবগে কাফন দাফন।


 জগতে ধনী যারা আল্লাহর সম্পদের বাহক,
ধনীর সম্পদে আল্লাহ রেখেছে গরীবের হক।
পবিত্র কুরআনের আয়াত ওয়াতুজ্জ যাকাত,
ফরজ হুকুম পালনে ধনীর মুক্তির নাজাত।