দূর বিদেশী পরান বন্ধু কোন সে অচীন পুরে,
কেন জানি তাহার জন্য ব্যথা ভরা এ অন্তরে।
নয়ন জলে গাথিয়া মালা অপেক্ষার সুপ্রভাত,
সকাল দুপুর সন্ধ্যা আমার কেটেছে দিন রাত।


ফুল হয়ে ফোটে আছি মনের বাগিচায় একা,
শুকাইলে মিষ্টি মধু ভ্রমর কি আর দিবে দেখা।
জুই চামেলী গোলাপ বেলী কত ফুলের বাহার,
শিমুল পারুল টগর বকুল গন্ধে হাসনা হেনার।


দোল পূর্ণিমার আবির মাখিয়ে ফাগুন বসন্তে,
হলি খেলার আনন্দে মাতোয়ারা হৃদয় প্রান্তে।
লাল নীল হলুদ কমলা সাজিয়ে সবুজের বন,
প্রকৃতির ডাকে ছুটে বেড়াই স্বপ্ন সুখের ভূবন।


পাপিয়ার কুহু কাহায় কোকিলের মধুর সুরে,
বন বাদারে দিশেহারা পথে বিরহের গান ধরে।
ভাটির দেশে ঐ উজান স্রোতের নিরব কলতান,
অতল গভীরে ডুবে ঝিনুকের বুকে মুক্তা সন্ধান।


তেপান্তরের সীমান্ত পেরিয়ে পাঠানো নিমন্ত্রণ,
বিদেশীকে করিতে বরণ শুভেচ্ছার অভিবাদন।
আগমনি বার্তা পাইনা তার আমন্ত্রণ যত সেধে,
হয়নি সময় আমার জন্য দায়িত্ব কর্তব্য বোধে।