বলনা ঐ কুহু সুরে কোন পাখি ডাকে দূরে,
ডালে ডালে কোয়েলিয়া ডাকে কোয়েলেরে।
বসন্তের আয়োজনে দক্ষিণা মাতাল হাওয়া,
ফাগুনের আবির জীবনে কি আবেশের ছুয়া।


প্রকৃিতর সবুজ সাজে যৌবনের ফুল ফোটে,
উম্মাদ এই মন শাসনের আইন কানুন টুটে।
জীবনের রঙধনু সাত আসমানে ঢেউ তোলে,
হৃদয়ের চোরা পথে নিত্য চলা গন্তব্য ভুলে।


কৃষ্ণচুড়ার লালে ক্ষ্যপা লজ্জায় শিমুলের বন ,
অন্তরের প্রবেশ নিষেধ দ্বার খোলে বাতায়ন।
আম্র মুকুলেরা বাতাসে গন্ধ বিলাতে আকুল,
চঞ্চল প্রাণের আকুতি গায় বাগিচায় বুলবুল।


ঘোমটার আড়ালে চুপচাপ লুকায় কুসুম কলি,
ঘুম ভেঙ্গে জাগবে সে আশায় নাচে ভ্রমর অলি।
শিশিরের স্পর্শে কাতর কোমল ফুল কুমারি,
বাহারি বৈচিত্রে সাজাতে সুন্দর মেলায় পাপড়ি।


ঢাকের তালে তালে বেজে উঠে প্রেমের গান,
মনের মাধুরি দিয়ে রচিতে সুর শুধু আনচান।
সবুজ শ্যমল মাঠে ফুটে ফসলের কচি হাসি,
সতেজ শিহরণ প্রাণে সুখে জোয়ারের ভাসি।