ঘরে আমার মন বসে না
      কি যে করি সই,
মনের মানুষ তালাশ করি
      আছে বল সে কই?
দিবস যামী যার আশার তরে
       জানিনা সে কোথায়,
দেশ বিদেশে খুঁজিয়া বেড়াই
      বন্দি করে বুকের খাঁচায়।।


পূর্বে যেতে পশ্চিমের পথে
      অজান্তে যাই যে চলে,
হুশ থাকে না কোন আমার
       কে এসে কি যে বলে।
কেউতো বুঝেনা আমার ব্যথা
       হাসে পাড়ার লোকে,
কত মানুষকে দেখি পৃথিবীতে
       পড়ে না সে কেন চোখে।।


প্রাণের মাঝে বাসনা জাগে সদা
       দেখি অচেনা সেই মুখ,
হৃদয় অঙ্গনে দিয়ে যায় সে দোলা
       পরম তৃপ্তির আনন্দ সুখ।
হিয়ার মাঝে লুকিয়ে আছে যেজন
        লুকোচুরি সে নিত্য খেলে,
বলনা সখি হেরিনি জীবনে যারে
       কেমনে যাই তারে ভুল।।