জন্মিলাম মরিতে ভবে বাচিবার কি আশা
তিলে তিলে ক্ষয় হতেই প্রেম ভালোবাসা
হারানোর ভয় কিসে জীবনটাতো বদলায়
শিশু কিশোর যুবক বৃদ্ধের বয়সে পৌছায়
কিছু চাওয়া কিছু পাওয়া সমজোতায় এক
ত্যগে ভোগে পছন্দ অপছন্দ জাগে বিবেক
জন্মসুত্রেই আত্নীয় স্বজন ভাবি আপনজন
স্বামী স্ত্রীর মাঝে তবেই কেন পবিত্র বন্ধন


ধান্দাবাজে আকড়ে ধরে আপন প্রিয়জন
লোভ লালসার ধোকা দিয়ে স্বার্থ অন্বেষণ
মোহ মায়ায় জালে বন্দি দায়িত্ব পালনে
অধিকারে বাড়ায় দু:খ কষ্ট মান অভিমানে
প্রশংসার তোষামোদে মর্যাদা যার বেশি
অগোচরে গীবত করে তাকেই করে দোষী
ভাই বোনে তুমুল ঝগড়া ভাগ বন্টনে দাবী
সুযোগ বুঝেই দুশমনেরা কানে দিল চাবি


ক্ষুধা তৃষ্ণা নিত্য অভাব শান্তি সুখের নীড়ে
স্বামী স্ত্রীর সংসার ভাঙ্গে কাল বৈশাখী ঝড়ে
সন্তান রেখে যায় পালিয়ে পিতা না হয় মা
দুর্গাভা আর অভাগীর ভাগ্যে দুর্গতি হয় জমা
কত সন্তান জগতে খুজে পিতা মাতার ছায়া
আপন ঔরশ কেন ভুলে মাতৃত্বের কি মায়া
গর্ভে যেজন করে ধারণ প্রসব ব্যথায় মরণ
কোন কারণে হলনাতো সে অধিক প্রিয়জন


জীবনের এই শাখা প্রশাখা অস্থিত্বের শিকড়
গাথিল পৃথিবীর বুকেই রাখিলনা তার খবর
প্রজন্মের পর প্রজন্ম খুজে তবুও মানুষ একা
জীবন গতি অবিরাম চলে গন্তব্য নেই দেখা
একলা পথিক চড়ছে রথে জীবন পাড়ি দিতে
তাই জন্ম মৃত্যু স্টেশনে কেউ থাকে না সাথে
মানব বাগান স্রষ্টা সাজায় আপন ইচ্ছে মতে
সৌরভে সুগন্ধি বিলাও স্বার্থক জীবন পেতে