আকাশের নীল হারিয়ে যায় গৌধূলীর ক্ষণে,
সূর্যের আলো হারিয়ে যায় মেঘে ঢাকা দিনে।
বাগানের ফুল ঝড়ে যায় প্রচন্ড বাতাসের বেগে,
নদীর কূল ভাঙ্গে অশান্ত ঢেউয়ের উশৃঙ্খল আবেগে।
তবুও তুমি হারাবেনা আমার বুকের পাঁজর থেকে
সুনিপুন যত্নে সাজিয়ে রেখেছি মনের রঙধনুতে হৃদয় আকাশে।


নীড় হারিয়ে ডালে ডালে পাখি খুঁজে বাসা,
শূণ্য উড়ে ডানা ঝাপটায় নতুন গড়ে আশা।
ভাটির টানে নদীর বুকে বালির চর জাগায়,
আশায় বাঁচে মরুভূমি জোয়ারে যদি ভাসায়।
তেমনি আমি বারে বারে হারানোর ব্যথা
সয়ে,
অপেক্ষার প্রহর গুনি থাকি কেবল পথ চেয়ে।


সুখের প্লাবনে ভেসে অজানা দ্বীপের গহীনে হারালে তুমি,
ব্যথার সাগরে উর্মির ফেনার মত চিত্তের মনোরঞ্জণে আমি।
হয়তো সেদিন আনন্দ উৎসবে হবেনা আমার প্রয়োজন,
চারিদিকে ঘিরে থাকবে তোমার কত শত শত প্রিয়জন।
বিরহের ক্ষত চিহ্ন নঁকশী কাঁথার মত সুনিপুন হৃদয়ে আঁকা,
বিধাতার মহাউৎসব মিলন মেলায় পরপারে জানি হবে দেখা।