ধনীর নিকট গরীব হারে চিরদিন,
অর্থ বিত্ত সম্পদ অট্টালিকা রঙ্গিন।
সজ্জিত রাজপ্রাসাদ ধনীর বিলাসিতা,
মাথা গুজার ঠাই যেন গরীবের চিতা।
সুস্বাদু ফলমূল মাছ মাংস পোলাও,
নিত্য ধনীর ঘরে ফালাও আর ছড়াও।
বাসি পঁচা খাদ্য যত গরীবের আহার,
উপবাসে দিন কাটে থাকে অনাহার।


রাজার নিকট প্রজা হুকুমের গোলাম,
শক্তি ক্ষমতায় হারিল গরীবের দাম।
মর্যাদার উচ্চ আসন কেড়ে নিল রাজা,
মান সম্মানের ভিখারী কাঙ্গাল প্রজা।
সত্য মিথ্যা ন্যায় অন্যায় রাজার বিধান,
অপরাধী প্রজার বিচারে স্বাক্ষী প্রমাণ।
জালিমের অত্যাচারে বিদ্রোহী প্রজা,
মৃত্যুদন্ড রায় করেন বিচারক রাজা।।


খেলাধুলায় হারজিত বিজয়ের উল্লাস,
পরীক্ষার ফলাফলে জীবনের সর্বনাশ।
কে প্রথম আর কে দ্বিতীয় হারজিত মিছে,
শত্রু মিত্র খেলা চলে থাকবে কেন পিছে।
স্বার্থলোভে জয়ের নেশা বিঁষে ভরা মন,
ভুল ভ্রান্তি অপকর্ম দংশিল স্বাধের জীবন।
হিংসা বিদ্বেষ অন্তরে অহংকারের গৌরব,
মৃত্যুতে পতন ঘটে পৃথিবীর সকল মানব।।