চিন্তার বলয় থেকে নিজেকে মুক্ত করতে মানুষের সংগ্রাম,
শান্তণার বাণী উপহার স্বরুপ কেউ পারেনা দিতে পয়গাম।
তোমার মাঝেই তুমি বন্দি স্বাধীনতা ভুলে সার্বভৌম সত্তায়,
পরাধীনতার শিকলে আবদ্ধ হতাশার আসামী মিছে কাঠগড়ায়।
উকিল মুক্তার জর্জ ব্যারিষ্টার যুক্তির তর্কে তোমার বিবেক,
সন্তুষ্টির চিত্তে প্রাপ্তির তৃপ্তি অতীতকে ভুলতে ভবিষত আরেক।


হতাশার চাদর জড়াইয়া গায়ে আবৃত করিয়া রাখিলে জীবন,
দুঃখের জ্বালা যন্ত্রণা বুকের হবেনা কখনোও তোমার নিবারণ।
মানিক রতন অমূল্যধন কতজনই আছে তোমাকে সদা ভাবে,
চিতার অনলে পুড়ে পুড়ে দিনরাত কাঁদবে তোমারি অভাবে।
স্বার্থপরের মতো মিছেই কেন বাঁচার আশায় এই পৃথিবীতে,
ভাই বন্ধু আত্মীয় স্বজন মা বাবা বোন চায়না তোমায় হারাতে।


বোকার মতোই ধোকা দিয়ে নিজেই করিলে আপন সর্বনাশ,
সাধ্য হবেনা কখনো কারো করে দিবে তোমার সুখের তালাশ।
অশ্রুধারায় বুক ভাসিয়ে ডুবতে যদি তুমি চাও অতল গভীরে,
তোমার জন্য কাঁদবে মানুষ শাস্তি দিবে কেন কোন অধিকারে।
বিশ্ব জয়ের জীবন লক্ষ্যে নিত্য নতুন স্বপ্নের মাঝে বেঁচে থাকা,
কামনা বাসনার প্রতারণায় কেবল জীবনের গতি চলে আঁকা বাঁকা।


কত চাওয়া হয়না পূরন জগতে তবুও বাড়ে চাওয়ার আকাঙ্খা,
শক্তি সাহস হারিয়ে গেলে কেবলি বাড়বে তোমার বিপদের শঙ্কা।
রঙ বেরঙের ইচ্ছে গুলোর ডানা কেটে হৃদয় খাঁচায় কেন পুষবে,
সত্য চিরন্তন সুন্দর মানব জীবন একবারি ভবে মানতে হবে।
আজে বাজে ভাবনায় যত অন্তর হইবে তোমার ক্ষত বিক্ষত,
হতাশা সকল দুরে ঠেলে নতুন করে আশা জাগাও বাঁচার মত।