যখন আমি দেখি তোকে বিপথের পথিক,
ভুলে গেলাম নিজেকে ঠিক কিবা বেঠিক।
তোকে নিয়ে চিন্তা করে ভাবিলাম আপন,
দায়িত্ব কর্তব্য বোধে যেন নিত্য সচেতন।
ভরণ পোষণের কখনো অবহেলা হয় যদি,
বুকের গহীণে টেনে বাধিতে চাই নিরবধি।
অধিকারের দাবী নিয়ে বলি লোক সমাজে,
ব্যস্ততার মাঝেও ডুবি নিত্য তোরি কাজে।


পাবার কোন নেই আশা তবুও মানুষের মন,
ভালোলাগা ভালোবাসা মানুষের হয় আপন।
জানিনা আমাকে তোর প্রয়োজন হবে নাকি,
কোন চাহিদা পূরণে হৃদয়ের মাঝেই রাখি।
দেবার আনন্দ টুকু ভাবিল কে জগতে সুখ,
আপন ইচ্ছা ভুলে হই না যেন তোর বিমুখ।
প্রেমে আসক্ত হয়ে করি শুধু তোকে বিরক্ত,
আসামীর কাঠগড়ায় দোষ ত্রুটির অভিযুক্ত।


অজান্তেই ভুল করে করেছিলাম পাপ কর্ম,
শয়তানের ধোকা খোদার রহমত খুজি মর্ম।
আপন ইচ্ছাতে জাগে সমাধানের কি উপায়,
অন্তর আত্মার পঞ্চইদ্রীয় স্বাক্ষী দিল লীলায়।
আল্লাহর নেয়মত ভাবিয়া নতশীরে বার বার,
পাপের মাঝে ডুবিলাম করিতে তোকে উদ্ধার।
নারীর ইজ্জত ও পুরুষের মান মর্যাদার কথা,
নিজেকে বিসর্জন দিলাম পরিশ্রম সকল বৃথা।


যেমন রোগ তেমন ঔষুধ নিয়ম ডাক্তারের,
তোর কামনা বাসনা মিটাতে ভুল সিদ্ধান্তের।
আমার অস্তিত্ব বিলীনে ফিরিয়ে রাখি তোকে,
চরিত্রহীন লম্পট যে যাই বলে আমায় লোকে।
তবুও তোকে রাখিব নিষ্পাপ নিরাপদ আশ্রয়ে,
স্বার্থক জীবন আমার পৃথিবীতে তোকে পেয়ে।
ভাগ্যের নির্মম পরিহাস আপন কৃত কর্ম গুনে,
অবজ্ঞা অবহেলা সই ভালোবাসার প্রতিদানে ।


কি এমন দায় ছিল দেহলোভীর জন্য আমার,
কামের নেশায় মত্তরে  তুই ভবিষত অন্ধকার।
শান্তি সুখের পরিবারে মান মর্যাদার উচ্চাসনে,
চরিত্র শ্রেষ্ট অলংকার জানিস না মানব জীবনে।
অহংকারে আত্মগৌরব আপনাকে ভালো বলে,
মিথ্যার মুখোশে ঢাকা সর্বদা লুকিয়ে আড়ালে।
সীমালঙ্গনের শাস্তি মাওলা তোকে দিতে প্রস্তুত,
ঈমান আমলে চাই রক্ষা করতে তোর হেফজত।


খোদার দরবারে করি নিত্য প্রার্থণার ইবাদত,
আমার প্রিয় তুই ধ্বংস করতে সব আলামত।
তোর যত বিপদ আপদ সবি যেন হয় আমার,
মঙ্গল কল্যাণ শুধু খোদা দিক তোকে উপহার।
শরীরের রোগ ব্যধি আল্লাহ যেন দেয় আমাকে,
বিনিময়ে সুস্থতার জীবন দীর্ঘায়ু করতে তোকে।
মিছেমিছি রাগ করিস অতীতের পূর্ব ইতিহাস,
অজুহাত দূরে সরাতেই আমার চরম সর্বনাশ ।


আজ আমি মহাপাপী ঘৃণ্য জঘণ্য জানোয়ার,
ভেঙ্গে চুড়ে শাস্তি দিতে উদ্দ্যত হলি বার বার।
অপমানের তিরস্কারে জ্বালা যন্ত্রণার আঘাত,
লজ্জায় অনুশোচিত ক্ষত বিক্ষত হৃদয় আহত।
জানি ক্ষমার অযোগ্য আমি চির বিজয়ী তুই,
বুঝবি না তোকে বাচাতে জীবনের বাজী লই।
জানে কেবল অন্তরযামী আমি কত ক্ষতিকর,
যার জন্য করলাম চুরি শেষে সেই বলে চোর।