কাম জোয়ারের উজান স্রোতে
     সাঁতার দিয়া জীবন,
ভাবনার তরঙ্গ অতল গহীণে
     আশাতে বাঁধিল মন।
মিষ্টি সুরের কলতান শুনিয়া
     সুখ নিদ্রায় অচেতন,
গোপন প্রেমের রঙ্গিন স্বপ্নেরা
   ধাক্কা দিয়ে করে চেতন।


হুশ হারাইয়া জাগিল জীবন
   নয়নে দেখে অন্ধকার,
আলোয় ঝলমল বিবর্ণ ধূসর
  পৃথিবী সুন্দর চমৎকার।
রহস্যের জালে আটকা পড়ে
    বৈচিত্রময় রুপ বাহার,
দিক বিদিকের মনোরম দৃশ্য
   আকৃষ্ট হয় মোহ মায়ার।


ভাটির দেশের গতিপথে জীবন
    পায়নি তীরের সন্ধান,
শূণ্যের মাঝে দোদুল্যমান ঘুড়ি
     সুঁতায় ধরে দিল টান।
নাটাই হাতে আনন্দে যেই জন
     উড়াল ঘুড়ির নিশান,
গুণ টানিয়া মাঝি হাল ধরিল
    বৈঠা হাতে গায় গান।।


সাজিয়ে গুছিয়ে পরিপাটি জীবন
     গড়িয়াছে শ্রেষ্ট কারিঘর,
হায় রে মানুষ সাধ্য কি আর হবে
     জগতে পরিবর্তন তোর?
আনুগত্য প্রকাশে একমাত্র স্রষ্টার
      নত মস্তিষ্কে লুটায়ে পড়,
অনুগ্রহে জীবনের মঙ্গল কল্যাণ
     প্রশংসায় গুন কীর্ত্তন কর।।