অনুভবে যে থাকে মনের মণিকৌঠায়
আপন অস্তিত্ব ভুলে বিশ্বাসের আশায়
নিত্য ভাবনায় বসে গাথে ভালোবাসা
প্রাপ্তির তৃপ্তি স্বাদে জীবন মানে হতাশা
চাহিদার অভাব পূরণে মানুষের দ্বারে
ভিখারীর বেশে কত খালি হাতে ফিরে
সময়ের ব্যবধানে লাভ ক্ষতির হিসাব
অর্জনে বর্জনে গঠন তবে চরিত্র স্বভাব


জন্মিলে শিশু সন্তান পিতা মাতার দায়
লালন পালন করেন আপ্রাণ প্রচেষ্টায়
দায়িত্ব কর্তব্য বোধে অধিকারের দাবী
একত্রে বেচে থাকার সুখ শান্তির চাবী
আত্নীয় স্বজনদের আরো সহযোগীতা
পরামর্শের উপদেশের সুযোগ সুবিধা
বিপদে আপদে থাকে পাশাপাশি মিশে
দু:খ কষ্টের কারণ আপন প্রিয়জন শেষে


মায়া মমতার বাধনে গাথিলাম জীবন
কে আপন কে পর খুজি সুন্দর ভূবন
স্রষ্টার অনুগ্রহে মানুষে এই আমানত
জীবনের দায়িত্ব কর্তব্য শ্রেষ্ট ইবাদত
প্রতিটা নি:শ্বাস প্রয়োজন বাচার জন্য
কলঙ্কমুক্ত নিষ্পাপ পবিত্রতা রক্ষায় ধন্য
ক্ষণিকের পৃথিবীতে কর্মকান্ডে স্বাধীনতা
স্বাক্ষীহীন জীবনের চিরন্তন হিসাব খাতা