দরজাটা খুলে রাখা ভালো
পুরো পৃথিবীটাই তোমার ঘর
পার্থিব জীবনের মোহ - মায়া ,
স্বার্থপরতা, চাওয়া-পাওয়া
স্বাভাবিকভাবেই মানু্ষের জীবনে
এই বন্দি দশা উপলব্ধি হয়
আর মুক্তি খোঁজে বেড়ায় মানুষ
শূন্যতার মাঝে তৃষ্ণার্তের কাতরতা,
এক অসম্পূর্ণতায় আলো-আঁধারে
সুন্দর জীবনকে দেখতে চায়


মুহূর্তকে মহাকালের সীমানায় খোজা
দৈনন্দিন জীবনের সংকীর্ণতাকে
অতিক্রম করে সীমাবদ্ধতা ভেঙ্গে
অনন্তের ইশারায় জীবনের চলা
ভালোবেসে ভালো না বেসে
মায়ার মধ্যে মায়ার বাইরে
অনন্ত জগতের বিরামহীন শূন্যতা,
অস্থিরতা, না পাওয়ার অপূর্ণতা
বস্তুগত কি বা জৈবিক দৈহিক চাহিদা
শান্তি সুখের নিশ্চয়তার আশ্রয়


হতাশা ও কান্নার ভেতর ব্যথিত হয়ে
দুঃখের সঙ্গে নিত্য বসবাস করা
হিংসা বিদ্বেষের ডানা মেলে
বাজ পাখির মত শূন্য আকাশে উড়া
লোভ লালসার মাঝে পার্থিব জগত
শক্তি ক্ষমতায় শাসন দু:শাসনে
শত্রু মিত্রের সাথে রণাঙ্গনে যুদ্ধ
জয় পরাজয়ের বিচিত্র অনুভুতির দহনে
জীবনকে উদ্ধার করার উপায় খুজা
অস্ত আর উদয়কে আকড়ে ধরা


জীবন সত্যি সত্যিকে রক্ষাই বেচে থাকা
আছে জীবনের ঠিকানা নির্ধারিত গন্তব্য
অতীত বর্তমান আর ভবিষত হল
চিরন্তণ জীবনের মহা স্বাক্ষী মাত্র
অজ্ঞতার কয়েদখানার শৃঙ্খলতা ভেঙ্গে
মহাজ্ঞানের দরজায় জীবন প্রবেশ
হারাবার ভয় দীর্ঘশ্বাসের নয়
আশা সঞ্চালনের মাধ্যমে অনন্ত অসীম
চিরঞ্জীব অবিনশ্বর মনে করে
জীবনকে গতি শীল করে গড়ে তোলা