জীবনের অনেক কথাই না বলা থেকে যাবে,
অব্যক্ত এই কথাগুলো শুনার কি কারো সময় হবে?
কত কথা বুকের মাঝে বলতে গেলে এই সমাজে,
কেউ পাতেনা কান,
সত্য কথার মূল্য নাই মিথ্যা গল্প করছে সবাই,
বেঁচে থাকা যত প্রাণ।।।


উচিত কথা বলি যত অপমানের আঘাত তত,
ভালো মন্দ করেনা বিচার,
কি সব আবোল তাবোল সবাই বলে আস্ত পাগল,
জ্ঞানীর মূল্য তিরস্কার।
সুশীল সমাজের অবস্থা কারো প্রতি কারো নাই আস্থা,
সভ্যতার যুগে বর্বর মানুষ,
হিংসা বিদ্বেষ মনে পোষে বদনাম রটায় বীনা দোষে,
ন্যায় নীতি বলা বড় দোষ।


জোর যুলুম অত্যাচার মা বোন ধর্ষণের শিকাড়,
হাহাকার বুকের ভিতর,
শক্তি ক্ষমতার আসন লুটে পুটে চলছে জীবন,
খুন হইতেছে অকাতর।
কাটাকাটি হানাহানি ধন সম্পদের খুঁজে খনি,
নিত্য ঘটেছে সন্ত্রাস,
ধর্ম কর্ম সব ভুলে গিয়ে মুখোশধারীর অভিনয়ে,
সাজিল সাধু সন্যাস।


আমানত মানবতা কেউ শুনেনা কারো কথা,
আপন ইচ্ছাতে মত্ত সকল,
মুনী ঋষী গুরু যে জন সঠিক পথে রাখিল চরণ,
পৃথিবীতে মানব জীবন বিফল।
বলার আর সুযোগ নাই আমারও সময় নাই,
সকলে ব্যস্ত নিজেকে নিয়ে,
চিন্তা ভাবনাতে আমি কারো কাছে নই দামী,
মনের গভীরে আপন প্রিয়জন হয়ে।