আয়রে খালিদ বীর মুজাহীদ মোতার প্রান্তরে,
শহীদ গাজী রাখতে বাজী এই বাংলার বদরে।
কোথায় আলী শের এ খোদা চালা জুলফিকার,
এসেছে আজ নতুন জেহাদ ইসলাম বাঁচাবার।
দেখ ওয়ালিদ বাংলার বুকে হানজালার রক্ত,
ঢাল তলোয়ার রণক্ষেত্রে ঈমানের অস্ত্র শক্ত।


সীমার ইয়াজীদ মারওয়ানের নীল নক্শা আঁকা,
কারবালার মাঠ বাংলা আজ মুসলমানের ধোকা।
বীর কাশেমের দুলদুল ছুটে সখিনাকে রেখে,
কোথায় তোরা ঘুমিয়ে আছিস সাহার বানুর বুকে।
আলী আজগর দুগ্ধ শিশু তীরের সামনে আসে,
জয়নাল আবেদীন নাই কি সোনার বাংলাদেশে?


ওমর ওসমান হযরত আলী পূর্ণ ঈমানদার,
শাহাদাতের বাণী শুনাতে করিবে কে প্রচার?
আবু বক্কর সিদ্দিক আজ বাংলায় বড় অভাব,
আবু জেহেল ওতবা শায়বার কে দিবে জবাব?
সাদ তালহা আব্দুর রহমান নবীর প্রেমে ফানা,
কেমন মুসলিম বাঙ্গালী আজ করি কেবল ঘৃণা।।।।