ঝরাফুল দিয়ে কভু হয়না দেবতার পুজা,
ঝরার পূর্বে তাই তুলিতে বাগানে খুঁজা।
যে ফুল বৃন্তে ফোটে সৌরভ ছড়াতে চায়,
কোমল পাঁপড়ি কাঁটার আড়ালে লুকায়।


আকুল ভ্রমরা অলি গুঞ্জরনে বসিলে ফুলে,
নিজেকে বাঁচাতে ফুল বাতাসে সে দোলে।
চঞ্চল মৌমাছি মধু পানের তৃষ্ণায় অস্থির,
স্বার্থক ফুলের জীবন চরণে ঠাই দেবীর।


পবিত্র পুজারীর হাতে আনন্দে হাসে ফুল,
শুভেচ্ছার অর্পণে আরাধনায় ভাঙ্গে ভুল।
খুশবো দানে মহৎ প্রাণে সাজে ফুলদানী,
স্বপ্নে বিভোর মধুর বাসর মিলনের রজণী।


অকালে ঝরা ফুল শুকনো পাতার নীচে,
অবহেলা অনাদরে পায়ের তলায় পিষে।
দুঃখ কষ্টের ব্যথা বুকে অভিমানে মলিন,
বৃথাই গেল ফুলের জীবন ফোটিয়া রঙ্গিন।