আমায় যত ঘৃনা করনা তুমি
তবুও তোমায় ভালোবাসবো
ও তুমি তো আপন আমার প্রিয়জন
এ বুকে তোমাকেই রাখবো


প্রেমের অনল জ্বেলে বুকে
পুড়ে হব আমি নি:স্ব
তোমার প্রেমে মরন হলেও
জানিয়ে দিব এই বিশ্ব
দু:খগুলো পুষে রাখি
সাজিয়ে যতন করে
বুকের পাঁজর ভেঙ্গে গেলেও
থাকবে হৃদয় নীড়ে
দাওনা যতই আঘাত
করবনা কোন প্রতিবাদ
সব ব্যথা নিরবে সইব


তোমার প্রেমে অন্ধ হলাম
ভাসাই জীবনের ভেলা
বিনিময়ে পেলাম শুধু
অবহেলার জ্বালা
তোমার মাঝেই আমার আমি
হয়ে যাব বিলীন
অথৈ জলে মানিক খুঁজি
ডুবে অতল গহীন
উজান স্রোতে খুঁজি কুল
যদি ভাঙ্গে তোমার ভুল
আশা নিয়ে চিরদিন বাঁচব