কোন কলমে লিখলা বিধি
আমার এই ভাগ্য
আমি তোমার খেলার পুতুল
তবুও অবাধ্য


ইচ্ছা যত মনে জাগে
হয়নাতো পুরুন
কত আশার চিন্তা ভাবনা
জ্বালাইতে আগুন
আমার পুড়ে কেবল সুখের স্বপন
দুঃখেরি যোগ্য


ত্যাগে ভোগে মানব জীবন
আপন মানুষ পর
প্রিয়জনে প্রয়োজনে
নিতে চায় খবর
আমার ভালো মন্দ কেউ বুঝেনা
কঠিন অসাধ্য


জীবনদাতা হে বিধাতা
শুন ফরিয়াদ
এমনও কলঙ্কের জনম
তোমারি আবাদ
অধম টুটুলের মনে আর্তনাদ
মুক্তির আরোগ্য