তোমারি দরবারে কাঁদি জনম ভরে, ২
দুই হাত তোলে প্রভু করি মোনাজাত।
ক্ষম পাপীর অপরাধ।
ক্ষম পাপীর অপরাধ।।


মানব জীবনে সুন্দর ভূবনে,
পাঠালে তুমি ওগো সৃষ্টি করে, ২
ভুলে গিয়াছি সব তুমি আমার রব।
সকল আশা তাই হল বরবাদ।
ক্ষম পাপীর অপরাধ।
ক্ষম পাপীর অপরাধ।।


বাঁধিয়া প্রেম ডুরে সংসার প্রিঞ্জরে,
বন্দি করে রাখলে মায়ার জগতে, ২
শিকল পরা পায়ে নাচি গান গেয়ে।
কেটে গেলো ভবে দিন আর রাত।
ক্ষম পাপীর অপরাধ।
ক্ষম পাপীর অপরাধ।।


আজব শহরে এসে ঠিকানা শেষে,
করিনি কভু সঠিক পথের সন্ধান, ২
আসল নকল বুঝে গন্তব্য না খুঁজে।
হারিয়ে ফেলি আমি নিজেরি জাত।
ক্ষম পাপীর অপরাধ।
ক্ষম পাপীর অপরাধ।।


অতল গহীণে টুটুল পায়না বাঁচিতে কুল,
আকুল প্রাণে সদা আখেরাতের ভয়, ২
ধৈর্য্যের মহাশক্তি মিলিবে কিসে মুক্তি।
পরকালে যদি না হয় শান্তির নাজাত।
ক্ষম পাপীর অপরাধ।
ক্ষম পাপীর অপরাধ।।