আমিতো মরে গেছি শুয়ে আছি
             অন্ধকার কবরে,
নাই বিছানা খাট পালঙ্ক মশারী
             মাটির ছোট্ট ঘরে।
ভাই বন্ধু আত্মীয় পাড়া প্রতিবেশী
              কেউ করেনা দেখা,
নির্জন নিরলে বসবাস সবার পাশে
              তবুও সঙ্গীহীন একা।


মুনকার নাকীর দুই ফেরেশতা মিলে
           আসল এবার দ্বারে,
দ্বীন কি রব কে ঐ ব্যক্তি কে কত কঠিন
          আমাকে শুধু প্রশ্ন করে।
দুনিয়াতে জটিল প্রশ্নের খুব সহজেই
           করেছি সঠিক সমাধান,
আজকে আমি কবর দেশে প্রতিউত্তরে
           বিনাবাক্যে হারালাম মান।


ডানে বামের মাটি এবার দিল এসে চাপ
           হাড্ডি মাংস চুড় মাচুর,
অপবিত্র নাপাক অবস্থায় পৃথিবীর বুকে
          বাহাদুরি ছিল কার উপর?
রঙ্গিন ভূবনে মদ খাইছি জুয়া খেলেছি
         অন্যায় অত্যাচার ধর্ষণ খুন,
এই কারণে মহাপাপী আমি নেই ক্ষমা
          পুড়ায় জাহান্নামের আগুন।


মিথ্যা কথার মজার খেলা হাসি আনন্দে
            বদনামের গীবত রটানো,
কাফের বেঈমান মুশরিকদের অনুসরণে
           ছিল সুন্দর জীবন কাটানো।
দংশিল বিষাক্ত সাপে কামড় খেযে বিচ্ছুর
           আত্মচিৎকারে মরিতে চাই,
অনন্তকালের চিরঞ্জীব হায়াত দান করিল
         কবর দেশে কারো মরণ নাই।


শুন ও মুমিন মুসলমান ভাই বন্ধু সকল
           কবর থেকে বলছি আমি,
সাবধানে সরল সঠিক পূণ্যের পথ ধরেই
           কবর দেশে আসিও তুমি।
দুইদিনের তরে মুসাফির খানায় অতিথী
          মিছে সাজালে সুখের জীবন,
ঈমান আমল আখেরাতের সঞ্চিত মুলধন
          উপার্জনে করিও মৃত্যু বরণ।