বন্ধ দুয়ার খোলে অন্ধকারে
                 জাগো তুমি দেখ নয়নে,
নতুন আলোর এই প্রভাত
                      এসেছে সুন্দর ভূবনে।
আঁধার কেটে দিবসের সূচনা
                      সূর্য্য উদয় হবে প্রাণে,
নিশীথ তিঁথী হৃদয় কুটিরে
                     পূর্ণিমার জোস্না দানে।


প্রেমের গোলাপ পেতে হলে
                      কাঁটার ঘাঁই সইতে হবে,
জ্বালা বিনা কভু ভালোবাসা
                     জগতে কে পেয়েছে কবে?
গোলাপের পাঁপড়ি একদিন
                       শুকিয়ে ঝরে পরে তবে,
কাঁটার কলঙ্কিত আঁচড় বুকে
                         সুবাস রয়ে যায় ভবে।


হীরের আংটি গড়িতে সোনা
                         লোহাতে কি মানায়?
সোনার খনিতে জন্মেনি হীরা
                       কয়লার খনিতে জন্মায়।
কখনো সরোবরের পদ্মলোচন
                        ফুটিতে গোবরে গজায়,
পৃথিবীতে জন্ম হোক যথা তথা
                        বাঁচিবে কর্মের মহিমায়।